০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে আগামী এক সপ্তাহের মধ্যে নিষেধাজ্ঞা জারির কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপ কার্যকর হলে আদালতের দৈনন্দিন কার্যক্রম ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর বার্তা সংস্থারয়টার্সের।

ওয়াশিংটন এরইমধ্যে আইসিসির কয়েকজন বিচারক ও প্রসিকিউটরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এবার আইসিসির বিরুদ্ধেই নিষেধাজ্ঞা দেয়ার কথা বিবেচনা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, আইসিসির বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে আলোচনার জন্য আদালতের কর্মকর্তারা এরইমধ্যে জরুরি অভ্যন্তরীণ বৈঠক করেছেন। আর সদস্য রাষ্ট্রগুলোর কূটনীতিকরাও এ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র অভিযোগ করেছেন, আইসিসি যুক্তরাষ্ট্র ও ইসরাইলি কর্মকর্তাদের ওপর ‘অবৈধ এখতিয়ার’ দেখাচ্ছে। তিনি বলেন, ‘আমাদের সশস্ত্র সদস্যদের সুরক্ষায় যুক্তরাষ্ট্র অতিরিক্ত আরো পদক্ষেপ নেবে।’

তিনি আরো জানান, ‘আইসিসির সামনে কাঠামোগত পরিবর্তন আনার সুযোগ রয়েছে। যতক্ষণ পর্যন্ত আইসিসি আমাদের জাতীয় স্বার্থের জন্য হুমকি হিসেবে কাজ করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সেনা সদস্য এবং অন্যদের সুরক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অতিরিক্ত পদক্ষেপ নেবে।’

আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপ হলে ব্যাংকিং সেবা, সফটওয়্যার ব্যবহার এমনকি কর্মীদের বেতন পরিশোধেও সমস্যা হতে পারে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে আদালতের কর্মীদের ২০২৫ সালের বাকি সময়ের বেতন আগাম পরিশোধ করা হয়েছে বলে তিনটি সূত্র জানিয়েছে। পাশাপাশি বিকল্প ব্যাংকিং ব্যবস্থা ও সফটওয়্যার সরবরাহকারীর সন্ধান করছে আইসিসি।

হেগভিত্তিক এই আদালত সম্প্রতি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের কয়েকজন নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৪:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে আগামী এক সপ্তাহের মধ্যে নিষেধাজ্ঞা জারির কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপ কার্যকর হলে আদালতের দৈনন্দিন কার্যক্রম ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর বার্তা সংস্থারয়টার্সের।

ওয়াশিংটন এরইমধ্যে আইসিসির কয়েকজন বিচারক ও প্রসিকিউটরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এবার আইসিসির বিরুদ্ধেই নিষেধাজ্ঞা দেয়ার কথা বিবেচনা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, আইসিসির বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে আলোচনার জন্য আদালতের কর্মকর্তারা এরইমধ্যে জরুরি অভ্যন্তরীণ বৈঠক করেছেন। আর সদস্য রাষ্ট্রগুলোর কূটনীতিকরাও এ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র অভিযোগ করেছেন, আইসিসি যুক্তরাষ্ট্র ও ইসরাইলি কর্মকর্তাদের ওপর ‘অবৈধ এখতিয়ার’ দেখাচ্ছে। তিনি বলেন, ‘আমাদের সশস্ত্র সদস্যদের সুরক্ষায় যুক্তরাষ্ট্র অতিরিক্ত আরো পদক্ষেপ নেবে।’

তিনি আরো জানান, ‘আইসিসির সামনে কাঠামোগত পরিবর্তন আনার সুযোগ রয়েছে। যতক্ষণ পর্যন্ত আইসিসি আমাদের জাতীয় স্বার্থের জন্য হুমকি হিসেবে কাজ করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সেনা সদস্য এবং অন্যদের সুরক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অতিরিক্ত পদক্ষেপ নেবে।’

আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপ হলে ব্যাংকিং সেবা, সফটওয়্যার ব্যবহার এমনকি কর্মীদের বেতন পরিশোধেও সমস্যা হতে পারে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে আদালতের কর্মীদের ২০২৫ সালের বাকি সময়ের বেতন আগাম পরিশোধ করা হয়েছে বলে তিনটি সূত্র জানিয়েছে। পাশাপাশি বিকল্প ব্যাংকিং ব্যবস্থা ও সফটওয়্যার সরবরাহকারীর সন্ধান করছে আইসিসি।

হেগভিত্তিক এই আদালত সম্প্রতি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের কয়েকজন নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।