০৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবের গ্র্যান্ড মুফতির ইন্তেকাল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্থানীয় সময় আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে রিয়াদে নিজ বাসভবনে তার মৃত্যু হয়। খবর আরব নিউজের।

রাজকীয় সৌদি আদালত এক বিবৃতিতে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এছাড়া বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ নির্দেশে, মসজিদে হারাম ও মসজিদে নববিসহ দেশের সব মসজিদে তার গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

শেখ আব্দুল আজিজ আল শেখ ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন।

শেখ আব্দুল আজিজ আল শেখ ১৯৯৯ সালে এই পদে নিযুক্ত করা হয়েছিল। তিনি রাজ্যের সর্বোচ্চ পদমর্যাদার ধর্মীয় পণ্ডিত হিসেবে দায়িত্ব পালন, ইসলামিক রিসার্চ অ্যান্ড ইফতার জেনারেল প্রেসিডেন্সির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাালন, শরিয়া আইন ব্যাখ্যা এবং আইন ও সামাজিক বিষয়ে ফতোয়া জারি করতেন।

এই শীর্ষ ইসলামিক ব্যক্তিত্ব অল্প বয়সে পিতৃহারা হন এবং শৈশবেই কোরআন হিফজ করেন। বিশের কোঠায় দৃষ্টি হারালেও শারিয়াহ অধ্যয়ন অব্যাহত রাখেন তিনি। একাধারে তিনি শিক্ষক, ইমাম, খতিব ও গবেষক ছিলেন। ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদ ও আরাফার নামিরা মসজিদে বহু বছর খুতবা প্রদান করেছেন শেখ আব্দুল আজিজ আল শেখ।

১৯৪৩ সালের ৩০ নভেম্বর মক্কায় জন্মগ্রহণ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সৌদি আরবের গ্র্যান্ড মুফতির ইন্তেকাল

আপডেট সময় : ০৪:৩৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্থানীয় সময় আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে রিয়াদে নিজ বাসভবনে তার মৃত্যু হয়। খবর আরব নিউজের।

রাজকীয় সৌদি আদালত এক বিবৃতিতে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এছাড়া বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ নির্দেশে, মসজিদে হারাম ও মসজিদে নববিসহ দেশের সব মসজিদে তার গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

শেখ আব্দুল আজিজ আল শেখ ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন।

শেখ আব্দুল আজিজ আল শেখ ১৯৯৯ সালে এই পদে নিযুক্ত করা হয়েছিল। তিনি রাজ্যের সর্বোচ্চ পদমর্যাদার ধর্মীয় পণ্ডিত হিসেবে দায়িত্ব পালন, ইসলামিক রিসার্চ অ্যান্ড ইফতার জেনারেল প্রেসিডেন্সির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাালন, শরিয়া আইন ব্যাখ্যা এবং আইন ও সামাজিক বিষয়ে ফতোয়া জারি করতেন।

এই শীর্ষ ইসলামিক ব্যক্তিত্ব অল্প বয়সে পিতৃহারা হন এবং শৈশবেই কোরআন হিফজ করেন। বিশের কোঠায় দৃষ্টি হারালেও শারিয়াহ অধ্যয়ন অব্যাহত রাখেন তিনি। একাধারে তিনি শিক্ষক, ইমাম, খতিব ও গবেষক ছিলেন। ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদ ও আরাফার নামিরা মসজিদে বহু বছর খুতবা প্রদান করেছেন শেখ আব্দুল আজিজ আল শেখ।

১৯৪৩ সালের ৩০ নভেম্বর মক্কায় জন্মগ্রহণ করেন তিনি।