০৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে ৮টি পারমাণবিক কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে

ইরানে আটটি পারমাণবিক কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া। এ সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করতে মস্কো সফর করছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট এবং পারমাণবিক প্রধান মোহাম্মদ ইসলামি। খবর দ্য মস্কো টাইমসের।

ইরানে আটটি পারমাণবিক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা ২০১৪ সালে ঘোষণা করা হয়েছিল। তবে এক দশকের পেরিয়ে গেলেও তা প্রাথমিক চুক্তির স্তরে রয়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইসলামি বলেছেন, ‘চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। এই সপ্তাহেই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমরা কার্যকরী পদক্ষেপ নেবো।’

আটটি চুল্লি বিশিষ্ট এই প্রকল্পটির মাধ্যমে ২০৪০ সালের মধ্যে ২০ গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদন ক্ষমতা অর্জনের পরিকল্পনা করছে ইরান।

রাশিয়া ২০১১ সালে বুশেহর শহরে ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও ২০১৩ সালে নির্মাণ কাজ শেষ করে।

ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইসলামি বলেছেন, চারটি চুল্লি তৈরি করা হবে বুশেহরে শহরে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ করেছে। তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইরান।

রাশিয়া জানিয়েছে, তারা ইরানের পারমাণবিক অস্ত্র সক্ষমতার বিরোধিতা করে। তবে বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারে তেহরানের অধিকারকে সমর্থন করে মস্কো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইরানে ৮টি পারমাণবিক কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া

আপডেট সময় : ০৪:৪০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ইরানে আটটি পারমাণবিক কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া। এ সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করতে মস্কো সফর করছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট এবং পারমাণবিক প্রধান মোহাম্মদ ইসলামি। খবর দ্য মস্কো টাইমসের।

ইরানে আটটি পারমাণবিক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা ২০১৪ সালে ঘোষণা করা হয়েছিল। তবে এক দশকের পেরিয়ে গেলেও তা প্রাথমিক চুক্তির স্তরে রয়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইসলামি বলেছেন, ‘চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। এই সপ্তাহেই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমরা কার্যকরী পদক্ষেপ নেবো।’

আটটি চুল্লি বিশিষ্ট এই প্রকল্পটির মাধ্যমে ২০৪০ সালের মধ্যে ২০ গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদন ক্ষমতা অর্জনের পরিকল্পনা করছে ইরান।

রাশিয়া ২০১১ সালে বুশেহর শহরে ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও ২০১৩ সালে নির্মাণ কাজ শেষ করে।

ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইসলামি বলেছেন, চারটি চুল্লি তৈরি করা হবে বুশেহরে শহরে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ করেছে। তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইরান।

রাশিয়া জানিয়েছে, তারা ইরানের পারমাণবিক অস্ত্র সক্ষমতার বিরোধিতা করে। তবে বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারে তেহরানের অধিকারকে সমর্থন করে মস্কো।