শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে বোলিংয়ে পাকিস্তান

- আপডেট সময় : ০৩:২৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতেছে পাকিস্তান। টস জিতে বোলিং বেছে নিয়েছেন সালমান আগা। পাকিস্তান অধিনায়ক প্রতিপক্ষ লঙ্কানদের জানিয়েছেন শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ।
আবুধাবিতে এ ম্যাচে যারা জিতবে, তারা ফাইনালে ওঠার লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকবে। আর যারা হারবে, তারা পড়ে যাবে যদি-কিন্তুর সমীকরণের গ্যাঁড়াকলে।
২০২২ এশিয়া কাপের ফাইনালের পর আজই প্রথম টি-টোয়েন্টিতে একে অন্যের মোকাবিলা করছে পাকিস্তান-শ্রীলঙ্কা। তিন বছর আগে পাকিস্তানকে হারিয়েই শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা।
টি-টোয়েন্টিতে দুদলের সর্বশেষ পাঁচ ম্যাচেই জয় পেয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানদের টি-টোয়েন্টিতে পাকিস্তান সর্বশেষ হারিয়েছে ২০১৭ সালে। তবে জয়-পরাজয়ে ১৩-১০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), শাহীন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ: পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), কুসল পেরেরা, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ ঠিকশানা, দুশমান্থা চামিরা ও নুয়ান থুশারা।