০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভারতকে সব দলই হারাতে পারে : সিমন্স

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স জানান, ভারতকে হারানো সম্ভব। এমন কী সব দলই ভারতকে হারাতে পারে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ফিল সিমন্স বলেন, ‘প্রত্যেকটা দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। পুরোটা আসলে ওই দিনের খেলার ওপর নির্ভর করে। ভারত আগে কী করেছে সেটা বড় বিষয় নয়। বুধবারে তারা কী করে সেটাই দেখার বিষয়। ম্যাচের ওই সাড়ে তিন ঘণ্টার ওপর সবকিছু নির্ভর করে। যতটা সম্ভব চেষ্টা করব নিজেদের সেরা খেলাটা খেলতে। পাশাপাশি আশা করি ভারতকে ভুল করতে বাধ্য করব। এভাবেই আপনি ম্যাচ জিততে পারেন।’

সাম্প্রতিক পারফরম্যান্সে ভারত এগিয়ে থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ের আত্মবিশ্বাস কাজে লাগাতে চান সিমন্স। তার কথায়, ‘দেখুন বিশ্বাস তো রাখতেই হবে। আমরা বসে এসব নিয়ে নিজেরা কথা বলেছি।

আমাদের সবার মধ্যে ওই বিশ্বাসটা আছে যে আমাদের সুযোগ আছে। আমরা যদি ম্যাচের নিয়ন্ত্রণ পাই তাহলে সেটা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদেরকে সুযোগগুলো কাজে লাগাতে হবে। ভারতের বিপক্ষে ম্যাচ জেতার সুযোগ আমাদের আছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতকে সব দলই হারাতে পারে : সিমন্স

আপডেট সময় : ০৩:৩৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স জানান, ভারতকে হারানো সম্ভব। এমন কী সব দলই ভারতকে হারাতে পারে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ফিল সিমন্স বলেন, ‘প্রত্যেকটা দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। পুরোটা আসলে ওই দিনের খেলার ওপর নির্ভর করে। ভারত আগে কী করেছে সেটা বড় বিষয় নয়। বুধবারে তারা কী করে সেটাই দেখার বিষয়। ম্যাচের ওই সাড়ে তিন ঘণ্টার ওপর সবকিছু নির্ভর করে। যতটা সম্ভব চেষ্টা করব নিজেদের সেরা খেলাটা খেলতে। পাশাপাশি আশা করি ভারতকে ভুল করতে বাধ্য করব। এভাবেই আপনি ম্যাচ জিততে পারেন।’

সাম্প্রতিক পারফরম্যান্সে ভারত এগিয়ে থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ের আত্মবিশ্বাস কাজে লাগাতে চান সিমন্স। তার কথায়, ‘দেখুন বিশ্বাস তো রাখতেই হবে। আমরা বসে এসব নিয়ে নিজেরা কথা বলেছি।

আমাদের সবার মধ্যে ওই বিশ্বাসটা আছে যে আমাদের সুযোগ আছে। আমরা যদি ম্যাচের নিয়ন্ত্রণ পাই তাহলে সেটা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদেরকে সুযোগগুলো কাজে লাগাতে হবে। ভারতের বিপক্ষে ম্যাচ জেতার সুযোগ আমাদের আছে।’