০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ব্যালন ডি’অর জিতলেন উসমান দেম্বেলে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

ব্যালন ডি’অর ট্রফি হাতে উসমান দেম্বেলে সেরা হওয়ার দৌড়ে এগিয়েছিলেন উসমান দেম্বেলে। অবশেষে সবার প্রত্যাশাই সত্যি হলো। ফরাসি এ ফরোয়ার্ডের হাতেই উঠল এবারের ব্যালন ডি’র ট্রফি। সেরা হওয়ার লড়াইয়ে হারিয়ে দিয়েছেন বার্সেলোনার তরুণ তুর্কি লামিনে ইয়ামালকে। বর্ণিল ফুটবল ক্যারিয়ারে প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি জয়ের স্বাদ পেলেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) স্ট্রাইকার।

সোমবার রাতে প্যারিসে জাঁকালো অনুষ্ঠানে ২৮ বছরের দেম্বেলে দিয়েছেন বিজয়ের হাসি। হাতে তুলে নিয়েছেন ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’র বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর হাত থেকে ব্যালন ডি’অর ট্রফি বুঝে নেন দেম্বেলে। আর টানা তৃতীয়বারের মতো মেয়েদের ব্যালন ডি’র জিতেছেন আইতানো বনমাতি। প্রথম নারী ফুটবলার হিসেবে তিনবার বর্ষসেরার এই পুরস্কার জিতলেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার। টপকে গেছেন দুইবার জেতা বার্সেলোনা ও স্পেনের আরেক ফুটবলার আলেক্সিয়া পুতেয়াসকে।

 

এবারের ব্যালন ডি’অরের জন্য বিবেচনা করা হয়েছে, ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ১৩ জুলাই পর্যন্ত পারফরম্যান্স। এবারের ব্যালন ডি’র জয়ের লড়াইয়ে ফুটবল অনুরাগী থেকে পণ্ডিতরা এগিয়ে রেখেছিলেন দেম্বেলেকে। গত মৌসুমে পিএসজির জার্সি গায়ে জেতেন চ্যাম্পিয়নস লিগ, ফরাসি লিগ ওয়ান ও ফরাসি কাপ। সঙ্গে এক ম্যাচের শিরোপা লড়াই ফরাসি সুপার কাপও পিএসজিকে এনে দেন দেম্বেলে। শ্রেষ্ঠত্ব জয়ের ম্যাচে একমাত্র জয়সূচক গোলটি উপহার দেন বার্সার সাবেক এ ফরোয়ার্ড। ক্লাব বিশ্বকাপের ফাইনালেও তোলেন ফরাসি চ্যাম্পিয়নদের। পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের আসরে ৮টিসহ সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল এনে দিয়েছেন। সরাসরি গোলে অ্যাসিস্ট করেন ১৬টি।

ব্যালন ডি’অর ২০২৫: কে কি পুরস্কার জিতলেন

ব্যালন ডি’অর (পুরুষ): উসমান দেম্বেলে, পিএসজি, ফ্রান্স।

ব্যালন ডি’অর (নারী): আইতানা বোনমাতি, বার্সেলোনা, স্পেন।

ইয়াসিন ট্রফি (পুরুষ): জিয়ানলুইজি দোন্নারুম্মা, ম্যানচেস্টার সিটি, ইতালি।

ইয়াসিন ট্রফি (নারী): হান্না হাম্পটন, চেলসি, ইংল্যান্ড।

ইয়োহান ক্রুইফ ট্রফি (পুরুষ): লুইস এনরিকে, পিএসজি, স্পেন।

ইয়োহান ক্রুইফ ট্রফি (নারী): সারিনা ভিগমান, ইংল্যান্ড কোচ, নেদারল্যান্ডস।

কোপা ট্রফি (পুরুষ): লামিনে ইয়ামাল, বার্সেলোনা, স্পেন।

কোপা ট্রফি (নারী): ভিকি লোপেজ, বার্সেলোনা, স্পেন।

বর্ষসেরা ক্লাব (পুরুষ): পিএসজি, ফ্রান্স।

বর্ষসেরা ক্লাব (নারী): আর্সেনাল, ইংল্যান্ড।

জার্ড মুলার ট্রফি (পুরুষ): ভিক্টর ইয়োরকেরেস, আর্সেনাল, সুইডেন।

জার্ড মুলার ট্রফি (নারী): এয়া পাজোর, বার্সেলোনা, পোল্যান্ড।

সক্রেটিস অ্যাওয়ার্ড: জানা ফাউন্ডেশন, স্পেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্যালন ডি’অর জিতলেন উসমান দেম্বেলে

আপডেট সময় : ০৩:৪০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ব্যালন ডি’অর ট্রফি হাতে উসমান দেম্বেলে সেরা হওয়ার দৌড়ে এগিয়েছিলেন উসমান দেম্বেলে। অবশেষে সবার প্রত্যাশাই সত্যি হলো। ফরাসি এ ফরোয়ার্ডের হাতেই উঠল এবারের ব্যালন ডি’র ট্রফি। সেরা হওয়ার লড়াইয়ে হারিয়ে দিয়েছেন বার্সেলোনার তরুণ তুর্কি লামিনে ইয়ামালকে। বর্ণিল ফুটবল ক্যারিয়ারে প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি জয়ের স্বাদ পেলেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) স্ট্রাইকার।

সোমবার রাতে প্যারিসে জাঁকালো অনুষ্ঠানে ২৮ বছরের দেম্বেলে দিয়েছেন বিজয়ের হাসি। হাতে তুলে নিয়েছেন ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’র বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর হাত থেকে ব্যালন ডি’অর ট্রফি বুঝে নেন দেম্বেলে। আর টানা তৃতীয়বারের মতো মেয়েদের ব্যালন ডি’র জিতেছেন আইতানো বনমাতি। প্রথম নারী ফুটবলার হিসেবে তিনবার বর্ষসেরার এই পুরস্কার জিতলেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার। টপকে গেছেন দুইবার জেতা বার্সেলোনা ও স্পেনের আরেক ফুটবলার আলেক্সিয়া পুতেয়াসকে।

 

এবারের ব্যালন ডি’অরের জন্য বিবেচনা করা হয়েছে, ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ১৩ জুলাই পর্যন্ত পারফরম্যান্স। এবারের ব্যালন ডি’র জয়ের লড়াইয়ে ফুটবল অনুরাগী থেকে পণ্ডিতরা এগিয়ে রেখেছিলেন দেম্বেলেকে। গত মৌসুমে পিএসজির জার্সি গায়ে জেতেন চ্যাম্পিয়নস লিগ, ফরাসি লিগ ওয়ান ও ফরাসি কাপ। সঙ্গে এক ম্যাচের শিরোপা লড়াই ফরাসি সুপার কাপও পিএসজিকে এনে দেন দেম্বেলে। শ্রেষ্ঠত্ব জয়ের ম্যাচে একমাত্র জয়সূচক গোলটি উপহার দেন বার্সার সাবেক এ ফরোয়ার্ড। ক্লাব বিশ্বকাপের ফাইনালেও তোলেন ফরাসি চ্যাম্পিয়নদের। পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের আসরে ৮টিসহ সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল এনে দিয়েছেন। সরাসরি গোলে অ্যাসিস্ট করেন ১৬টি।

ব্যালন ডি’অর ২০২৫: কে কি পুরস্কার জিতলেন

ব্যালন ডি’অর (পুরুষ): উসমান দেম্বেলে, পিএসজি, ফ্রান্স।

ব্যালন ডি’অর (নারী): আইতানা বোনমাতি, বার্সেলোনা, স্পেন।

ইয়াসিন ট্রফি (পুরুষ): জিয়ানলুইজি দোন্নারুম্মা, ম্যানচেস্টার সিটি, ইতালি।

ইয়াসিন ট্রফি (নারী): হান্না হাম্পটন, চেলসি, ইংল্যান্ড।

ইয়োহান ক্রুইফ ট্রফি (পুরুষ): লুইস এনরিকে, পিএসজি, স্পেন।

ইয়োহান ক্রুইফ ট্রফি (নারী): সারিনা ভিগমান, ইংল্যান্ড কোচ, নেদারল্যান্ডস।

কোপা ট্রফি (পুরুষ): লামিনে ইয়ামাল, বার্সেলোনা, স্পেন।

কোপা ট্রফি (নারী): ভিকি লোপেজ, বার্সেলোনা, স্পেন।

বর্ষসেরা ক্লাব (পুরুষ): পিএসজি, ফ্রান্স।

বর্ষসেরা ক্লাব (নারী): আর্সেনাল, ইংল্যান্ড।

জার্ড মুলার ট্রফি (পুরুষ): ভিক্টর ইয়োরকেরেস, আর্সেনাল, সুইডেন।

জার্ড মুলার ট্রফি (নারী): এয়া পাজোর, বার্সেলোনা, পোল্যান্ড।

সক্রেটিস অ্যাওয়ার্ড: জানা ফাউন্ডেশন, স্পেন।