ফের সিএবি সভাপতি হলেন সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০৩:৩২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
ছয় বছর বিরতি দিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলে (সিএবি) ফিরলেন সৌরভ গাঙ্গুলি। ভারতের সাবেক অধিনায়ক সিএবির সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। গত সোমবার সিএবির ৯৪তম বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সৌরভ।
এর আগে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিএবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সৌরভ। এবার বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলির হাত থেকে দায়িত্বটা বুঝে নিয়েছেন। টানা ছয় বছরের মেয়াদ শেষ হওয়ায় স্নেহাশিস দায়িত্ব ছাড়তে বাধ্য হয়েছেন।
সিএবির সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে সৌরভ বলেন, ‘এর আগেও আমি পাঁচ বছর সভাপতি হিসেবে কাজ করেছি। এবারও আমরা সেরাটাই করার চেষ্টা করব। ভারতে ক্রিকেটের বিপুল উন্মাদনা আছে। প্রচুর প্রতিভা আছে। সেই প্রতিভাকে দিকনির্দেশনা দেওয়াটাই আমাদের কাজ হবে।’